সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব দিতে হবে

pm_71761
আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে এর জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কক্সবাজার জেলেপার্ক ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের নামে তিনি মানুষ হত্যা করেছেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। কিন্তু বাংলার মানুষ তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করবে না। এর আগে কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন। এর জবাব দিতে হবে আপনাকে।এর আগে দুপুরে প্রধানমন্ত্রী হেলিকপটারে করে কক্সবাজারে পৌঁছান। সেখানে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন। একই সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিদ্যুৎ প্রশিক্ষণ কেন্দ্র ও মহেশখালীর বেড়িবাঁধসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পও উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয় কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা এবং জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনগুলো। জেলা প্রশাসন আর কক্সবাজার পৌরসভার যৌথ উদ্যোগে উৎসবের নগরীতে পরিণত হয় কক্সবাজার শহর। পুরো শহর ছেয়ে যায় বিশালাকার ব্যানার, ফেস্টুন আর তোরণে। এদিকে কক্সবাজার সফরে আসায় প্রধানন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সব অঙ্গসংগঠন।
উৎস- যুগান্তর