বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আন্দোলনের ডাকে সরকার গ্রেফতার বাণিজ্য শুরু করেছে

ruhul-kabir-rijvi_16812

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ঈদের পরে বিএনপির ঘোষিত কঠোর আন্দোলনের ডাকে সরকার ভীত ও দিশেহারা হয়ে পড়েছে।’

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘রোজার পরে আন্দোলনের ডাক দেওয়ায় ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ভীত হয়ে এই রমজান মাসেও বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। পুলিশ গ্রেফতার বাণিজ্যে জড়িয়ে পড়েছে।’

তিনি বলেন,‘কিন্তু আমরা বিজয়ী হবই। সরকার নিজেদের খায়েশ পূর্ণ করতে রাষ্ট্রীয় গণতন্ত্রের অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করেছে।’

মন্ত্রীরা চাকরি বাঁচাতে সব কিছু করছেন অভিযোগ করে রিজভী বলেন, ‘অমল-ধবল ক্ষমতার জন্য, নিজের পাতে ক্ষমতার ঝোল ঢালতে কত কিছুই না করছে সরকার।’

বিভিন্ন সময় গ্রেফতার হওয়ার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করে দলীয় নেতা-কর্মীদের বাড়িতে ‘হানা’র প্রতিবাদ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশের সংসদ এখন গান-নাচের বিচিত্র স্থানে পরিণত হয়েছে! বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এটি পূর্বপরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ।’