রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আন্তর্জাতিক আদালতে অভিযোগ করল ব্রাদারহুড

index

মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি’তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি। সোমবার লন্ডনে সংবাদ সম্মেলনে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির এক আইনজীবী এক কথা জানান।ওই আইনজীবী বলেন, মিশরের সেনাবাহিনীর অপরাধের তদন্ত করতে আইসিসি’র প্রতি তারা আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনী দেশটির রাজনৈতিক দল ব্রাদারহুডের কর্মী ও সমর্থকদের ওপর ভয়াবহ দমন পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, আগামী মাসে আইসিসি’র সাথে ব্রাদারহুডের আইনজীবীরা বৈঠকে বসবেন। সেখানে মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাত, শত শত মানুষ হত্যা, গুম, বিনা অপরাধ ও বিনা বিচারে কারাগারে আটক এবং নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

Leave a Reply