নদীর নাব্য রক্ষা এবং নৌপথ উন্নয়নের মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশের গৌরব পুনরুদ্ধারে সরকারকে সহায়তা করবে আনন্দ শিপইয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান এল্লিকোট ড্রেজেস এলএলসি। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে বিভিন্ন নৌ সরঞ্জাম-যন্ত্রপাতি সরবরাহ করবে। গতকাল নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. শামসুদ্দোহা খন্দকার, সদস্য প্রকৌশল এবং পদস্থ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান এল্লিকোট ড্রেজেস এলএলসি এবং বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের যৌথ উদ্যোগে চুক্তি স্বাক্ষরিত হয়। পরিদর্শন শেষে নৌপরিবহনমন্ত্রী কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পের উন্নয়নে সরকারের দৃঢ়প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। বাংলাদেশের প্রথম সমুদ্রগামী জাহাজ রপ্তানিতে আনন্দ শিপইয়ার্ডের অবদান মন্ত্রী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী বলেন, সময়মত ড্রেজারগুলো সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা।