Sunday, January 19Welcome khabarica24 Online

আট উপজেলার স্থগিত ৩১ কেন্দ্রে ভোট আজ

image_70988.upzila-nirbachon-04

উপজেলা নির্বাচনের চতুর্থ ও পঞ্চম ধাপে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম ও সহিংসতার কারণে স্থগিত ৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে আজ আট উপজেলার ৩১ কেন্দ্রে আবার ভোট হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন উপজেলায় ও ভাইস চেয়ারম্যান পদে অন্য উপজেলাগুলোতে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যানসহ সব পদে ৯টি কেন্দ্রে, সিলেটের কানাইঘাটের একটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে, কুমিল্লার বরুড়ায় দুটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে, কক্সবাজারের কতুবদিয়ায় দুটি কেন্দ্রে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে, পটুয়াখালীর দুমকীতে পাঁচটি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে, লক্ষ্মীপুর সদরের চারটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে, নরসিংদী সদরের তিনটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয় পাঁচটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে আজ ভোটগ্রহণ হবে।