Thursday, December 12Welcome khabarica24 Online

আজ মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :: আজ শুক্রবার ( ৫ এপ্রিল) মীরসরাই উপজেলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক কবি সমাবেশ এর আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও পাক্ষিক খবরিকার উদ্যোগে দুপুর ১২টা থেকে উক্ত কবি সমাবেশ এর আন্তর্জাতিক পর্বের উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক এর সহধর্মিনী একুশে ও বাংলা একাডেমী পদক প্রাপ্ত কথা সাহিত্যিক আনোয়ার সৈয়দ হক। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তির ছড়াকার রফিকুল ইসলাম দাদু ভাই। দেশীয় প্রথম পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রামের কবি শেলিনা শেলী। এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী কল্যানী ঘোষ, প্রখ্যাত কন্ঠশিল্পী জীনাত রেহানা সহ দেশের বিভিন্ন স্থানের কবি লেখক গন। ভারতের কবি ও গবেষক যথাক্রমে ড. ছায়া গুহ, ড. মুরারী সেন গুপ্ত, ড. সন্দীপ মন্ডল, ড মৌ ভট্রাচার্য সহ অনে কবি লেখক সাহিত্যিক ও সাহিত্য প্রেমিক অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ।