রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আইটি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ

2011_12$thumbimg122_Dec_2011_081043790-ll

জাপানের আইটি খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির জন্যে তরুণ আইটি প্রফেশনাল এবং শিক্ষার্থীদের নিয়ে ‘আইটি ট্যালেন্ট কনটেস্ট-২০১৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি জাপানভিত্তিক বাংলা বিজনেস পার্টনার (বিবিপি) এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি) এর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত শীর্ষ ২০ জন প্রোগ্রামারকে জাপানভিত্তিক আইটি ফার্মগুলোতে চাকরি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন,“আমাদের দেশে আইটি ট্যালেন্ট থাকলেও তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত। এ কারণে বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির সহযোগিতায় দেশের তরুণ আইটি শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।” বিবিপির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি বলেন, “বর্তমানে ভারত আইটি খাতের এক নম্বর স্থানটি ধরে রেখেছে। বাংলাদেশে যে পরিমাণ মেধাবী প্রোগ্রামার আছে তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিছু দিনের মধ্যেই বাংলাদেশ অন্তত দুই নম্বর স্থানটি দখলে নিতে পারবে।” এসময় ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাস বলেন, “দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে অধ্যায়ণরত শেষ বর্ষের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট অথবা আইটি প্রফেশনালগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার প্রথম পর্বের বাছাই ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্বের বাছাই ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাছাড়া ২০ জানুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।” এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিআইআইটির জনসংযোগ কর্মকর্তা মো.মজিবুর রহমান খোকনসহ অনেকে।

Leave a Reply