শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অস্ত্র জমা দানের আদেশ স্থগিত

ostro-300x204

আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্রের  লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র জমা দানের আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া  পর্যন্ত স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থগিতাদেশ জারি করা হয়।যদিও এর আগে ২৩ ডিসেম্বর আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র নিকটস্থ থানা অথবা বৈধ ডিলারের কাছে জমা দেয়ার নির্দেশ  দিয়েছিল সরকার।প্রজ্ঞাপনে বলা হয়, যে সব নির্বাচনী এলাকা নির্বাচনের জন্য নির্ধারিত  রয়েছে সে সব এলাকায় ২৭ ডিসেম্বর ২০১৩ হতে ৭ জানুয়ারী ২০১৪ পর্যন্ত  লাইসেন্সধারী ব্যক্তিগণ কর্তৃক ভোট কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচল এবং অস্ত্র প্রদর্শন করা নিষিদ্ধ থাকবে।তবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট জেলা  ম্যাজিষ্ট্রেট যেকোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীকে তার অস্ত্র জমা প্রদানের জন্য নির্দেশ দিতে পারবেন।

Leave a Reply