বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

47392
অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক গেমসে বাংলাদেশের পদক জয়ের দ্বিতীয় দিনে আরও ১৬টি স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেটরা। বৃহস্পতিবার দিনের অন্যতম সুখবর ছিল স্বাগতিক অস্ট্রেলিয়াকে ক্রিকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের স্বর্ণপদক জেতা। এছাড়া মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে চৈতি আক্তার, পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে হুমায়ুন কবীর, টেবিল টেনিসে একক ইভেন্টে নিপা বোস, ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পারুল আক্তার, ব্যাডমিন্টন ডাবলসে মুন্নি আক্তার ও রাবেয়া খাতুন, মহিলা বৌচি দ্বৈতে জাকিয়া সুলতানা ও সাদিয়া উর্মিসহ এদিন ১৬টি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। এছাড়া মহিলা ১০০ মিটার স্প্রিন্টে রুপা জেতেন কানিজ ফাতেমা ও ব্রোঞ্জ জেতেন মিস্টি আক্তার, ৪ূ১০০ মিটার রিলেতে বাংলাদেশ দলগত বিভাগে চৈতী, মিষ্টি, ফাতেমা আক্তার ও কানিজ ফাতেমা ব্রোঞ্জ জেতেন।

Leave a Reply