Saturday, January 25Welcome khabarica24 Online

অনুশীলনে নেমেছে মুশফিক বাহিনী; দলে ফিরছে মাশরাফি

crcket

নিজস্ব প্রতিনিধি

টেস্টে সিরিজ শেষ হওয়ার সাথে সাথে ওয়ানডে সিরিজে ভালো করতে ঢাকা টেস্টের একদিন পরই অনুশীলনে নেমেছে মুশফিকবাহিনী। একবছর পর দলে ফিরেছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মোর্ত্তজা। ইনজুরির কারনে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। তার জায়গায় দলে ঢুকেছেন আল আমিন।

মুশফিক বাহিনী চোখ এবার ওয়ানডে সিরিজের দিকে। একদিন বিশ্রামের পর মিরপুরের হোম অব ক্রিকেটে তাই জোরেসোরেই অনুশীলন শুরু করেছে মুশফিক বাহিনী।তিন বছর আগে ঘরের মাঠেই ব্ল্যাক ক্যাপদের ৪-০ তে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতেছিলো টাইগারবাহিনী। তবে মধুর স্মৃতিকে পেছনে ফেলে বর্তমান নিউজিল্যান্ড স্কোয়াডকে শক্ত প্রতিপক্ষই মনে করছেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচের দিন যারা ভালো খেলবে তাদেরকেই ফেবারিট মনে করছেন।মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলবে দু’দল।

Leave a Reply