রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অনিয়মের অভিযোগে ১৫ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

vote-missing_83006_83020
চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য ১৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। সোমবার সকালে ভোট শুরু হলে কেন্দ্রে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলো হলো: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনার আমতলীর ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ৩৯ এই ৭টি কেন্দ্র, ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের আধুরিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্র। সহিংসতার কারণে এসব কেন্দ্র স্থগিত করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।