Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

অধ্যাপক সাইদুর রহমানের ইন্তেকাল

Janaja Photo 20

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের ঐতিহ্যবাহী নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সোমবার (২০ জানুয়ারি) ভোর ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন। বিএনসিসি’র মেজর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
সোমবার সকাল ১০টায় নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ দাফনের জন্য তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক সাইদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-শিক্ষক-কর্মচারী, বিএনসিসি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নিজামপুর কলেজ শাখাসহ বিভিন্ন সংগঠন।

Leave a Reply