শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১০ নতুনের অপেক্ষায়

39835_e1

চমক সৃষ্টিতে ব্যর্থতার পাল্লা ভারি হওয়া সত্ত্বেও নতুন নতুন নায়িকাদের নিয়ে আসছেন প্রযোজক-পরিচালকরা। এই সময়ে অনেক নতুন নায়িকা অভিনয় করছেন। তবে নির্মাতাদের আশা, স্বপ্ন আর সম্ভাবনা- সব মিলিয়ে প্রাথমিক আলোচনায় ১০ জন নতুন নায়িকার নাম চলে আসছে। এরা হলেন পরী মনি, মিষ্টি জান্নাত, প্রসূন আজাদ, মৌসুমী হামিদ, অমৃতা খান, তানিয়া বৃষ্টি, প্রিয়ন্তি, অরিন, ভাবনা ও ফারজানা রিক্তা। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পরী মনি। কোন ছবি মুক্তি পাওয়ার আগেই প্রায় দেড় ডজন ছবির নায়িকা হয়ে ব্যাপক আলোড়ন তুলেছেন পরী মনি। অনেকেই তাকে আগামী দিনের সুপারস্টার বলে এখনই চিহ্নিত করছেন। দু’-একটি ছবি মুক্তি পাওয়ার পর তার সঠিক অবস্থান নিশ্চিত হবে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করলেও ব্যস্ততাই পরী মনিকে অন্য নয়জনের তুলনায় এগিয়ে রেখেছেন। তার দিকে তাকিয়েও আছে চলচ্চিত্র শিল্প। কতটা সাফল্য পরী মনি এনে দিতে পারবেন সেটা সময়ই বলে দেবে। অন্যদের মধ্যে মিষ্টি জান্নাত চলতি সপ্তাহেই দর্শকের অভিবাদন জানিয়েছেন। আজ মিষ্টি জান্নাত অভিনীত প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পেয়েছে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এ ছবিতে মিষ্টির নায়ক বাপ্পি চৌধুরী। দর্শক প্রতিক্রিয়া জানা যাবে সহসাই। লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদের প্রথম ছবি ‘নামানুষ’-এর কাজ বন্ধ হয়ে গেলেও সমপ্রতি তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় চলে এসেছেন তিনি। ছবি তিনটি হচ্ছে অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ এবং সাফিউদ্দিন সাফির ‘ব্ল্যাক মানি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১০-এর সেরা দশের একজন অরিন বর্তমানে কাজ করছেন এটিএন বাংলার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশনের রাজু আহমেদ পরিচালিত ‘অসম প্রেম’ ছবিতে। আরও বেশ কিছু ছবিতে কাজ করার কথাবার্তা চলছে। প্রসূন আজাদ অভিনীত প্রথম ছবি কাজী হায়াৎ-এর ‘সর্বনাশা ইয়াবা’। ছবিটি আজ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পায়নি। এ ছবিতে তার নায়ক কাজী মারুফ। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ইটিশপিটিশ প্রেম’ ছবিতে অভিনয় করছেন নতুন নায়িকা প্রিয়ন্তি। ভিট চ্যানেল আই টপ মডেল তানিয়া বৃষ্টি অভিনয় করছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুবো শহর’ ও সাইমন তারিক পরিচালিত ‘মাটির পরী’ ছবিতে। অমৃতা খানকে দেখা যাবে আতিক রহমান পরিচালিত ‘অন্তরে অন্তরে’, সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’সহ বেশ কিছু ছবিতে। ফারজানা রিক্তা নামের নতুন নায়িকা অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’-এ সম্রাটের বিপরীতে। সর্বশেষ চলচ্চিত্রে পা রাখলেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ভাবনা। ইমপ্রেস টেলিফিল্মের ছবি অনিমেষ আইচ পরিচালিত ‘জেদ’-এর প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
তবে চলচ্চিত্রের নায়িকা হিসেবে যাকে নিয়ে বেশ সম্ভাবনা লক্ষ্য করেছিলেন নির্মাতারা, ছোটপর্দার সেই প্রিয়মুখ নওশিন রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছেন চলচ্চিত্রে। তার অভিনীত ‘শোয়াচান পাখি’ শেষ পর্যায়ে এসে অনিশ্চিত হয়ে গেছে ছবির পরিচালকের আকস্মিক মৃত্যুতে। ‘হ্যালো অমিত’ এবং ‘জদু মিয়া’ নামের দুটি ছবিরও কোন খবর নেই। সব মিলিয়ে তাকে নিয়ে নির্মাতাদের মধ্যে কোন আগ্রহ না থাকলেও বড়পর্দায় কেমন করেন এটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। অপেক্ষা উল্লিখিত ১০ নায়িকাকে নিয়েই। কারণ, চলতি বছর কোন নতুন নায়িকাই ঝড় তুলতে পারেননি। নতুনদের মধ্যে মাহি, ববি ও আঁচল রয়েছেন আলোচনা ও ব্যস্ততায়। এদের মধ্যে মাহির সাফল্য বেশি। এদের পর যারা এসেছেন তারা নতুন কোন চমক দেখাতে পারেননি। এখন যারা আসবেন তাদের তালিকা মোটামুটি লম্বা। তারপরও নির্মাতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে নানা রকম খোঁজ-খবর নিয়ে প্রাথমিক তালিকায় ১০ জনকে রাখা হলো। এই ১০ জনের অনেকেই চলতি বছরই দর্শকদের সামনে আসবেন। এদের দু’-একজন যদি বড় রকমের চমক সৃষ্টি করতে পারেন, দর্শক হৃদয়ে দোলা দিতে পারেন, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবে। নতুনদের ধারাবাহিক ব্যর্থতায় চলচ্চিত্রের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করেছেন।