শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

 

বিনোদন ডেস্কঃ  নাট্য রচয়িতা আহসানুল হাবিব সোহাগের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সামাজিক জীবনে এর প্রভাবসহ ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ভয়াবহতা তুলে ধরে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য করেছেন আহসানুল হাবিব সোহাগ। প্রযোজনা করেছেন আরিফুল হক হাসান।আর পরিচালনা করেছেন তরুন নাট্য নির্মাতা আজাদ আল মামুন। রূপগঞ্জের আশপাশে চিত্রাপুরী শুটিং স্পটে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মীর তুরাগ। আরও অভিনয় করেছেন শেলী আহসান,দীপক কর্মকার,বাদল,হাসান,আপন,ফয়সাল,নয়ন,মরিয়ম সুলতানা নয়ন সহ আরো অনেকে।২৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি মার্চে টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত,

তরুন লেখক আহসানুল হাবিব সোহাগ এর আগে “আমার ভিতরে আমি” নামে একটি শিক্ষামূলক শর্টফিল্ম নির্মান করেন যা ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায়।তবে এই প্রথম তিনি কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা করলেন। তিনি বেশ আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।তিনি বলেন,আমি ও চলচ্চিত্রটির পরিচালক আজাদ আল মামুন মিলে যথেষ্ট চেষ্টা করেছি চলচ্চিত্রটিকে শতভাগ নিপুণভাবে নির্মান করার জন্য।আমার মন বলে আমি পেরেছি শতভাগ সফলভাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে নির্মান করতে।বাকিটা দর্শক দেখে বিচার করবে।