শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শিশুর পায়ে গুলি, এমপির বিরুদ্ধে মামলা

1443893059

বহুল আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু সৌরভের দুই পায়ে গুলি করার দায়ে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার বাদীকে থানায় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নং-০২, তারিখ: ০৩-১০-২০১৫।সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাত আলী বলেন, মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে একমাত্র আসামি করা হয়েছে।তিনি জানান, অভিযোগ আসার পর ইতোমধ্যে মামলার তদন্তভার উপপরিদর্শক (এসআই) কারিবেল হাসানকে দেওয়া হয়েছে।তবে এখন পর্যন্ত (রবিবার সকাল সাড়ে নয়টা) এমপিকে গ্রেপ্তার করেনি পুলিশ।এর আগে মঞ্জুরুল ইসলাম লিটন প্রতিনিধির মাধ্যমে তার লাইসেন্স করা শটগান ও পিস্তল সুন্দরগঞ্জ থানায় জমা দেন।উল্লেখ্য, গত শুক্রবার সকালে গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মাতাল অবস্থায় শিশু সৌরভের পায়ে গুলি করেন।সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে এবং স্থানীয় গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের পায়ে সফল অস্ত্রপোচার করা হয়।