শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হস্তশিল্পের প্রশিক্ষণ

মোহছেনা মিনা:

DSC08049

গত ১০ অক্টোবর শনিবার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোড়দারকরণ প্রকল্পের আওতায় সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলানায়তনে ১৪ দিনব্যাপী হস্তশিল্পের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

“স্বনির্ভর বাংলাদেশ গড়বে, যুবরাই লড়বে” এই শ্লোগানকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন সীতাকুন্ড উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী ভূমি কমিশনার মো: মাহবুবুল আলম। মো: আবদুল হালীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবদের প্রতিনিধি রকিবুল হাসান, উন্নয়ন কর্মী জেসমিন আক্তার, প্রশিক্ষক রমিজ উদ্দীন, মো: ইসমাইল খান, মো: সৈয়দুল হক।

যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহ্ আলম বলেন, আগামি ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় চাহিদার ভিত্তিতে বিশাল যুবশক্তির আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের এই কর্মসূচী। ৪০ জন যুবক ও যুবতীকে আমরা এই হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করছি। এর আগে কুমিরায় একই প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণার্থীরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শিক্ষা অর্জন করে, তবে তারা আত্মকর্মসংস্থানে বিরাট ভূমিকা রাখতে পারবে।