শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে হিতকরীর সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা

 

নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হিতকরী’র সার্বিক ব্যবস্থাপনায় ৪ মার্চ (শনিবার) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

17140940_761779747308425_1119149980_n

 

‘নিখাদ ওয়েল ফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল সিটির সহযোগিতায় এবং হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প চলে আবুতোরাব ফাজিল মাদ্রাসা মাঠে।

 

 

 

98608376_o

 

sahin mir

বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভায় হিতকরী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দিন, আমরা মুক্তিযুদ্ধ সন্তান মীরসরাই উপজেলা শাখার সাধারণ সস্পাদক আবু জাফর সহ হিতকরী সংগঠনের সকল সদস্যবৃন্দ।
হিতকরী সংগঠনের নির্বাহী সদস্য মামুন নজরুল জানান, প্রায় ৬০০ জন মানুষকে চক্ষু চিকিৎসা এবং রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, পরিক্ষা-নিরিক্ষা শেষে রোগীদের চোখের ছানি ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হয়।