শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

online
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে যা যা কিছু করা দরকার বর্তমান সরকার তাঁর সবই করছে, করবে। কোন অবৈধ শক্তি শিক্ষা ব্যবস্থাকে ব্যহত করতে পারবেনা।
সভায় শিক্ষিকা নাছিমা আক্তারের সঞ্চালনায় সভপতিত্ব করেন শিক্ষাবিদ ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, সিডিএ’র সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র এম. শাহজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) মোঃ হাছান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সম্পাদক আজিজুল হক নিজামী প্রমুখ। সভায় বিভিন্ন বিদ্যালয়ের অটিষ্টিক শিশু শিক্ষার্থীদের মাঝে ২ টি হুইল চেয়ার, ২ সেট চেয়ার টেবিল ও নগদ ৪০০০ টাকা করে ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সবশেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।