শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পাচারকালে প্রায় ৪ লাখ চিংড়ি পোনা আটক

মীরসরাই প্রতিনিধি : প্রায় ৪ লাখ চিংড়ি পোনা অবৈধ ভাবে পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে গত শনিবার (১৪ জুন) রাত ১০টার সময় জোরারগঞ্জ থানা পুলিশ দু’টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চিংড়ি পোনা গুলো উদ্ধার করে। বাস দু’টি হলো রিফাত পরিবহন ঢাকা মেট্টো ব ৭৪-৭১৩৮ এবং দিদার পরিবহন ঢাকা মেট্টো ব ৭১-১০১৯ নং বাস থেকে মোট ৩৮টি সিলভারের পাতিল থেকে এ পোনা গুলো উদ্ধার করেন জোরারগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন। পরে ফেনী নদীতে ওই পোনা মাছ গুলো ছেড়ে দিয়ে অবমুক্ত করেন, মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া থেকে খুলনার বাগেরহাটে চিংড়ি পোনা গুলো নিয়ে যাচ্ছিল একটি পাচারকারী দল। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ চিংড়ি পোনাগুলো উদ্ধার করি এবং পোনামাছ গুলো ফেনী নদীতে অবমুক্ত করা হয়।