শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

mirsarai pic 28বিএনপি-জামাত জোট সরকারের আমলে তারেক রহমান শুধু খাম্বা দিয়েছে আর বর্তমান সরকার ঘরে ঘরে দিয়েছে বিদ্যুত। যেখানে জোট সরকারের আমলে বিদ্যুত উৎপাদন ছিল ৩৫০০ মেগাওয়াট সেখানে বর্তমান সরকারের আমলে বিদ্যুত উৎপাদনের পরিমাণ সাড়ে এগারো হাজার। দেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানুষের মাথাপিছু আয় বেড়েছে গত ছয় বছরে প্রায় সাড়ে তিনগুণ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করার ল্েয মীরসরাইয়ে ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এসব কথা বলেন।
প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা মীরসরাই সদর প্রদণি করে পরবর্তীতে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মাধ্যমিক শিা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমীন আক্তার কাকলী, উপজেলা আ.লীগ সভাপতি শেখ আতাউর রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র এম. শাহজাহান, বারইয়ারহাট পৌরসভার মেয়র এস এম তাহের ভূঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উন্নয়ন মেলায় উপজেলা কৃষি-প্রাণী সম্পদ ও মৎস বিভাগ, উপজেলা মাধ্যমিক শিা অফিস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, নির্বাচন অফিস, উপজেলা আনসার ও ভিডিপি, জোরারগঞ্জ থানা, মীরসরাই থানা, মীরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা, পল্লী বিদ্যুৎ সমিতি, একটি বাড়ি একটি খামার, সমবায় অধিদপ্তর, উপজেলা নির্বাচন কমিশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়-স্থানীয় সরকার প্রকৌশলী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রনের কার্যালয়, উপজেলা আওয়ামীলীগসহ মোট ১৬ টি স্টল অংশ গ্রহণ করেন। এসব স্টলে গত ছয় বছরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।