শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাসিক খরচ বাঁচানোর ২০টি কৌশল

ডেস্ক-

দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, কোন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় ইত্যাদি নানান কারণে জীবনে আর্থিক টানাটানি দেখা দিয়েই থাকে। এতে ভেঙে পড়ার কিছু নেই। নিজের প্রয়োজনীয় খরচগুলো একটু কৌশল করে কমিয়ে টাকা বাঁচানোর চেষ্টা করুন।

জেনে নিন যে ২০ টি কৌশলে মাস শেষে অনেক গুলো টাকা বাঁচাতে পারবেন-

১। ইলেক্ট্রিসিটি বিল থেকে চাইলেই একটা বড় অংক বাঁচাতে পারেন। অপ্রয়োজনীয় কোন ইলেকট্রনিক গ্যাজেট চালাবেন না। মেশিনে নয়, হাতে কাপড় পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার বাদ দিয়ে ঝাড়ু দিন। অপ্রয়োজনীয় কোন বাতি জ্বালাবেন না, অকারণে ফ্যান চালিয়ে রাখবেন না, ওভেন বাদ দিয়ে চুলা ব্যবহার করুন। বাড়ি জুড়ে এনার্জি বাল্ব লাগিয়ে ফেলুন। প্রচুর টাকা বিল বাঁচবে।

২। পয়সা খরচ করে যারা জিমে যান তারা জিমে যাওয়া বাদ দিয়ে ঘরের কাজ করুন, ওজন এমনিতেই কমবে। প্রয়োজনে ঘরে ব্যায়াম করুন বা পার্কে হাঁটতে যান।

৩। লন্ড্রিতে কাপড় ইস্ত্রি না করিয়ে বাসায় করুন, অনেকটা টাকা বাঁচবে।

৪। সুপার মার্কেটে শপিং করা বাদ দিয়ে বাজারে যান, দরদাম করে কেনাকাটা করুন।

৫। বাচ্চাদের টিফিনে হাতে টাকা দেয়ার বদলে তৈরি খাবার দিন।

৬। অফিসের লাঞ্চে হাতে তৈরি খাবার দেয়াটা ঝামেলা মনে হলেও খরচ বাঁচাতে এই কাজটি করুন।

৭। অতিরিক্ত দামী খাবারগুলো কেনা বাদ দিন, যেমন- বিদেশী ফল, নাস্তার জন্য কর্ণফ্লেক্স বা নুটেলা। এইসব খাবারের বদলে স্বাস্থ্যকর বিকল্প তৈরি করে নিন বাড়িতেই।

৮। খাবার অপচয়ের অভ্যাস একদমই বাদ দিন। সেটুকুই রাঁধবেন যেটুকু খাবেন। বেশি রেঁধে ফেলে দেয়ার কোন মানে নেই।

৯। কিছুদিনের জন্য রেস্তরাঁয় খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন।

১০। সিনজি বা ট্যাক্সি চড়ার অভ্যাস বাদ দিয়ে কিছুদিন রিকশা বা বাসে চলাচল করুন। প্রয়োজনে পায়ে হেঁটে যাতায়াত করুন। এতে শরীরও ভালো থাকবে।

১১। বিদেশী পণ্য কেনা বাদ দিয়ে দেশী পণ্য কিনুন, সেটা যাই হোক না কেন।

১২। কোমল পানীয় ও পান খাওয়ার অভ্যাস বাদ দিন। প্রতিদিন কত টাকা বাঁচবে চিন্তাও করতে পারবেন না।

১৩। ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে সেটাও বাদ দিন।

১৪। কিছুদিনের জন্য এখানে সেখানে ঘুরতে যাওয়া, হলে সিনেমা দেখা ইত্যাদি বিলাসিতা ছেড়ে দিন। কিচ্ছু হয় না এসব না করলে।

১৫। প্রাইভেট হাসপাতালে যাওয়ার বদলে সরকারী হাসপাতালে যান চিকিৎসার জন্য। একটু কষ্ট হলেও যান।

১৬। বাসায় ল্যান্ড লাইন থাকলে ছেড়ে দিন।

১৭। প্রিয়জনদের সাথে ফোনে কথা বলা বাদ দিয়ে স্কাই পি বা ভাইবারে কথা বলুন।

১৮। রাতের বেলা একটু জলদি ঘুমিয়ে যাওয়া অভ্যাস করুন। অনেকটা পাওয়ার সেভ হবে।

১৯। কোথাও ছাড় পেলে প্রয়োজনীয় দ্রব্য ছাড়ে কিনে ফেলুন।

২০। সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। রোজ রোজ মাছ, মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে।