শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে মীরসরাইয়ে মানববন্ধন

mirsori chobi 5-8-14-01
নিজস্ব প্রতিনিধি :ফিলিস্তিনী জনগনের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামের মীরসরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষের অংশগ্রহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরস্থ সাংবাদিক রিয়াজ স্মৃতি চত্বরে উক্ত কর্মসূচী পালন করে।
ছাত্র ফ্রন্ট মীরসরাই কলেজ শাখার সভাপতি ইউনুস মিয়া শামীমের সঞ্চালনায় বাসদ মীরসরাই উপজেলা শাখার সংগঠক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আজিজুর রহমান নিজামী, আনোয়ার হোসেন, বাসদ নেতা শ্যামল কুমার দে, নাজিম উদ্দিন, বিএনপি নেতা নাছির উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, রাজিব মজুমদার, মোহাম্মদ ইউসুফ, নাসির উদ্দিন, জাবেদ চৌধুরী, প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়ের আহম্মদ, মীর হোসেন, সাংবাদিক আমিনুল হক প্রমুখ।
এসময় বক্তরা বলেন, গত ৮ জুলাই থেকে ‘ইঙ্গ-মার্কিন’ মদদে ইসরাইল থেকে ফিলিস্তিনীদের উপর মিথ্যা অজুহাতে বোমা হামলা চালিয়ে প্রায় দু’হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। বর্বর হামলা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসতে উদার্ত আহবান জানানো হয়। এছাড়াও তোবা গার্মেন্টেসের শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধেরও দাবী জানানো হয় মানববন্ধন থেকে।