শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

argentina-flag

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। কিন্তু মেসির দলের সঙ্গে বিশ্বকাপ জয়ী জার্মান দলের পার্থক্য দাঁড়িয়েছে মাত্র ১৮ পয়েন্টে। বেলজিয়ামকে টপকে জোয়াকিম লো’র জার্মানি এখন র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে। অন্যদিকে, সেরা দশের মধ্যে দু’ধাপ এগিয়ে চার নম্বরে এসেছে পর্তুগাল। কলম্বিয়া এক ধাপ নেমে পাঁচে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দু’কদম পিছিয়ে সাতে। ২০১৬ ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে দুটি জয়ের সুবাদেই স্পেন চলে এসেছে ছ’নম্বরে। পাঁচ ধাপ এগিয়েছে ভিসেন্ত দেল বস্কির স্কোয়াড। এক ধাপ এগিয়েছে গ্যারেথ বেলের ওয়েলসও। তালিকায় আট নম্বরে তারা। অস্ট্রেলিয়া তাদের ফুটবল ইতিহাসে সেরা র‌্যাঙ্কিংয়ে এসেছে। এগারো নম্বর স্থান পেয়েছে তারা। এশিয়ার সেরা দল হিসেবেই রয়েছে ইরান। ৩৯-এ তারা।