শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মীরসরাই এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নতুন কমিটি গঠণ৷

12325093_1210880842260256_591922150_n
মোহাম্মদ শাহাদাত হোসাইন,চট্টগ্রামঃ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি,সুশিক্ষিত মীরসরাই গড়ি। এই মূলমন্ত্রকে বুকে ধারন করে মীরসরাইয়রে অন্যতম বৃহৎ অরাজনতৈকি শিক্ষবান্ধব সংগঠন “প্রজন্ম মীরসরাই”হাঁটি হাঁটি পা পা করে ৫বর্ষ সাফল্যরে সাথে শেষ করে ৬ষ্ঠ বৎসরে পদার্পন করে।এই উপলক্ষে গত ১৯.০২.২০১৬ইং তারিখে নগরীর হালিমা রোকয়ো মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানরে আয়োজন করা হয়। বিদায়ী সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু’র সভাপতিত্বে সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে সিকিউরিটিজ অন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার জনাব প্রফেসর হেলাল উদ্দনি নিজামী৷বশিষে অতিথি হিসেবে উপস্থতি ছিলেন লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী,লায়ন হাসিনা খান,লায়ন জিনাত কোমর রিটা,খুলশী থানার অফিসার ইনর্চাজ নিজাম উদ্দীন,সদরঘাট থানার অফিসার ইনর্চাজ মাঈনুল ইসলাম ভূঁইয়া৷আরো উপস্থতি ছিলেন প্রজন্ম মীরসরাই এর উপদষ্টো শখে মোহাম্মদ আতাউর রহমান,আলহাজ্ব মেজর মোস্তফা(অবঃ),আবদুল আওয়াল চৌধুরী,লায়ন ডঃ কামাল উদ্দীন সহ আরো অনেকে।এতে আরো বক্তব্য রাখনে প্রজন্ম মীরসরাই এর পরচিালক দেলোয়ার হোসনে,ফোরকান,রায়হান ইসলাম,রহিম,ফয়সাল ও সহ সভাপতি রাজবি চন্দ দাশ এবং নাজিম,তোফাজ্জল,নূপূর,জাহিদ সহ প্রমূখ৷
উক্ত অনুষ্ঠান শেষে ২০১৬-২০১৭ইং সনের নতুন ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুচ নূরী, নিয়াজ মোরশদে নিপু কে সভাপতি ও গোলাম রাব্বানী কে সাধারণ সম্পাদক করে মোট ২১ জনের কার্যকরী কমিটি ঘোষনা করেন।র্কাযকরি কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ সভাপতি-রাজীব চন্দ্র দাশ,সহ সভাপতি- মামুনর রশীদ,সহ সভাপতি হাসান সাইফুদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক- নাজিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক- নূপুর দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক- ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক- জাহিদুল ইসলাম,সাংগঠনকি সম্পাদক- তোফাজ্জাল হোসনে,সাংগঠনকি সম্পাদক- আবু তাহরে শিবলু,অর্থ সম্পাদক- দিপ্ত দাশ,প্রচার সম্পাদক- মো: তানজিল,দপ্তর সম্পাদক- সাজদেুল করিম আসাদ,শিক্ষা ও সাহিত্য- রাহুল দাশ,যুগ্ম শিক্ষা ও সাহিত্য-আশরাফ উদ্দিন,প্রকাশনা সম্পাদক- জুয়েল দাশ,স্বাস্থ্য ও চিকিৎসাসেবো সম্পাদক-মাঈনুল ইসলাম,তথ্য ও যোগাযোগ সম্পাদক-শাহাদাত হোসাইন,কার্যকরী সদস্য(১)-আলী হায়দার চৌধুরী,কার্যকরী সদস্য(২)-সুজনএবং তৌফিকুল হাসান ভূইয়া কে প্রধান ইউনিয়ন সমন্বয়ক করে ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় মোট ৪২ জনরে সমন্বয় কমিটি ঘোষনা করে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷

12516304_1210880848926922_1736239972_n