শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পতেঙ্গায় উপ-শহর গড়ে তোলা হবে —- ইঞ্জিনিয়ার মোশাররফ

indexfard

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রপাড়ে নতুন উপশহর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত বুধবার দুপুরে চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, করাচি ও দুবাইয়ের আদলে চট্টগ্রামে আমরা একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা করছি। উপশহরটিতে আবাসিক-বাণিজ্যিক এলাকার পাশাপাশি পর্যটকদের জন্য হোটেল-মোটেল গড়ে তোলা হবে। আউটার রিং রোড প্রকল্পের কাজ শেষ হলে এ লক্ষ্যে জমি অধিগ্রহণ শুরু হবেন। মন্ত্রী বলেন, একইসঙ্গে পাহাড়, নদী ও সমুদ্র নিয়ে চট্টগ্রামের মতো শহর পৃথিবীর কোনো দেশে নেই। উপশহরটিতে সাগরের সত্যিকারের আমেজ পাওয়া যাবে। চট্টগ্রাম আউটার রিং রোড প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী এপ্রিলের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে। রোডটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। এ সময় শিগগিরই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণাও দেন মোশাররফ। একইদিনে মন্ত্রী এছাড়াও চট্টগ্রামে গণপূর্ত বিভাগ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ”র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম, সচিব তাহেরা ফেরদৌসসহ সিডিএ ও গৃহায়ন বিভাগের ঊধর্্বতন কর্মকর্তারা উপিস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ পরিদর্শনকালে সেখানে একটি পার্ক গড়ে তোলার ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।