শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচন ছিল কেরামতি’

9522_kama

৫ই জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড। তিনি বলেন, এ রকম নির্বাচনের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি। আমরা  যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন, বিচার বিভাগ দলীয়করণ করার জন্য দেশ স্বাধীন করিনি। কামাল হোসেন সরকারকে উদ্দেশে বলেন, এখনই দলীয়করণ, দুর্নীতি বন্ধ করুন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী যে নির্যাতন-নিপীড়ন করছে, তা অবিলম্বে বন্ধ করুন। আজ গণফোরামের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মফিদুল ইসলাম খান প্রমুখ নেতারা সভায় বক্তব্য রাখেন। দলের নেতাদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, কোন এক ব্যক্তির ওপর ভরসা করবেন না। এটি অভিশাপ। দক্ষিণ এশিয়ায় এ সমস্যা দুঃখজনক। আমরা উত্তরসূরিদের এ লড়াই দেখতে চাই না।