শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুর্গোৎসব উপলক্ষে কলকাতাতে বাংলাদেশী চিত্রনায়ক ‘রাশেদ প্রহরের ‘বারোমাস্যা

তৌহিদ মাহমুদঃ কলকাতার জয় ভট্রাচার্য নির্মাতায় “বারোমাস্যা”নামের একটি ছবিতেকলকাতার অভিনেত্রী সেন্ঞ্চারি চট্রোপাধ্যায় ও বাংলাদেশেরউদিয়মান তরুণ অভিনেতা রাশেদ প্রহর। কলকাতার বাংলা সাহিত্যে শাঁখ, শাঁখা হাতে শাঁখা পরে কোজাগরী লক্ষ্মীপুজোয়বাঙালি মেয়েরা শাঁখ বাজিয়ে স্মরণ করেন সম্পদের দেবী লক্ষ্মী দেবীকে – প্রায় এক ডজন গল্প নিয়ে এই ছবিটি পরিচালনা করছেন- কলকাতার নির্মাতা জয় ভট্রাচার্য,।জানা যায়, ১১টিআলাদা গল্প একসূত্রে বাঁধা পড়েছে এই ছবিতে। বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই নির্মাণ করা হচ্ছে ‘বারোমাস্যা’।এ বিষয়ে রাশেদ প্রহর বিনোদন বক্সকে বলেন, অভিনয় করে মানুষের ভালোবাসা বেঁচে থাকতে চাই ‌’রুচিশীল গল্পের ছবিতে অভিনয় করে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চাই। আর ভালো কাজের মধ্যদিয়ে দেশের প্রথম শ্রেণীর অভিনেতা হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।‘বারোমাস্যা’ ছবিতে আরো অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার, খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা , ঋতুপর্ণা , সৌমিত্র চট্টোপাধ্যায়, রাহুল ,রাশেদ প্রহর, সেন্ঞ্চরি চট্রোপাধ্যায়,দেবশ্র­ী রায়উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর গেরিলা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় রাশেদ প্রহরের। আগামী ১৬ই ডিসেম্বর সারাদেশ ব্যাপী মুক্তি পাবে পোস্টমাস্টার ৭১ মুক্তিযুদ্ধের ঘটনানিয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি।