শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চ্যানেল আইয়ে ঈদের পরদিন ‘কৃষকের ঈদ-আনন্দ’

44483_e2

প্রতিবারের মতোই এবারও অনেকটা অজানা বা গণমানুষের দৃষ্টির আড়ালে পড়ে থাকা অধ্যায়ের দিকে বিশ্বের বাংলাভাষী মানুষের দৃষ্টি কাড়তে যাচ্ছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার সাড়া জাগানো আয়োজনে এবার ঈদে উঠে আসছে দেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাট সীমান্তবর্তী ছিটমহল অধ্যুষিত পাটগ্রাম উপজেলা। ওই উপজেলার রাবারড্যাম মাঠে হাজার হাজার কৃষককে নিয়ে তিনি মেতেছিলেন ঈদ-আনন্দ আয়োজনে। এবার খেলার মধ্যে ছিল তৈলাক্ত গায়ে কলাগাছে ওঠার প্রতিযোগিতা, ঝুড়িতে আলু, চক্র খোঁজ, পাটের দড়ি পাকানো, বালিশ লড়াই, কাঁধে বসে কলস বহন, গাছে পানি ঢালা, বালতি ভরো ও মুরগি ধরো। প্রতিটি প্রতিযোগিতার সঙ্গেই এলাকার জনমানুষের সুখ-দুঃেখর মালা গেঁথেছেন তিনি। তুলে ধরেছেন পাটগ্রাম তথা লালমনিরহাটবাসীর বড় সমস্যা ও সঙ্কটগুলো। ছিটমহলবাসীর জীবনচিত্র, বাল্যবিয়ে, বুড়িমারী স্থলবন্দরের প্রচলিত অবস্থা, সীমাবদ্ধতা ইত্যাদির চিত্র খেলার মাঝে মাঝে তুলে ধরেছেন তিনি। ‘কৃষকের ঈদ-আনন্দ’ প্রচার হবে চ্যানেল আইয়ে ঈদুল আজহার পরদিন বিকাল সাড়ে ৪টায়।