শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবিতা মঞ্চ,আরব আমিরাতের সদস্য কবি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

মোহাম্মদ মনির উদ্দিন আলম (মান্না) :-
কর্মের প্রখর শিখা জ্বলে চিরকাল নিভানো বড়ই কঠিন মৃত্যুর দ্বারা কর্ম যেন ভরা লৌকার উড়ন্ত পাল,
মানুষ গন্তব্যে যায় হয়ে হয়ে দিশেহারা,কর্ম যেন ভরা নৌকার দূরান্ত হাল,কবি বেলাল মরে ও বেঁচে আছে তার কর্ম দ্বারা। একাংশচারদিক রোদঝলমল কিন্তু হঠাৎ শরতের আকাশ ভেঙে নেমে আসে রোদ-বৃষ্টি ধারা। তবুও থেমে থাকেনি কার্যক্রম। শোকাচ্ছন্ন আবহের মধ্য দিয়েই শোকাহত হৃদয়ে উদযাপন করা হয় কবি বেলালের মৃত্যুবার্ষিকী। তখন বিকাল সাড়ে ৫ টা। জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতের সদস্য কবি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত আয়োজনে ও সেন্ড মেরিন রেষ্টুরেন্ট সার্বিক সহযোগীতা উদ্যোগে গত ৮ জুন,বৃহস্পতিবার,সেন্ড মেরিন রেষ্টুরেন্ট হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্বে করেন কবি মুহাম্মদ মুসা,সঞ্চালনায় ছিলেন কবি ওবাইদুল হক ও কবি মির্জা ইমাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, স্বাগত বক্তব্য রাখেন

কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না, প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মহি উদ্দিন, প্রধান বক্তা অধ্যাপক এস এম আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন
মোহাম্মদ জাফর উল্লাহ, এস এম রফিকুল ইসলাম, ডাঃ শামসুর রাহমান,কবি জানে আলম।

আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক সনজিত শীল, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ,কবি কামরুল ইসলাম, মডেল সালা উদ্দিন বাপ্পি , কবি আলমগীর,লেখক সাহিন আলম, মডেল বোরহান উদ্দিন, সাব আলম সহ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, কবি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন ছিলেন মানবতাবাদি ও আপসহীন কবি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরেছেন। তিনি একজন জনদরদী মানুষ ছিলেন। সত্য কথা নির্ভীকভাবে উচ্চারণ করতেন। তাঁর মৃত্যুতে শুধু জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতে শুধু ক্ষতি হয়নি,ক্ষতি হয়েছে একটি দেশের ও কবি পরিবারে। কবি বেলাল দেশপ্রেম ও সাহস যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবে।তার কবিতাগুলো দেশমাতৃকার ও মানবতা, ইসলামের প্রতি ভালোবাসা আরো গভীর করে তোলে।
পরে কবি মোহাম্মদ বেলাল উদ্দিনের
১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা,প্রবাসে সাহিত্য বিশেষ অবদানের মণোওর সম্মাননা স্মরক ও কবি মোহাম্মদ বেলাল উদ্দিন কে উৎসর্গ করা “লাল সবুজের পতাকা ” বইটি তার বড় ভাই,সেন্ড মেরিন রেষ্টুরেন্ট এর মহাপরিচালক ও অনুষ্টানে প্রধান অথিতি, মোহাম্মদ মহি উদ্দিন কে তুলে দেন জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতের নেএবৃন্দ। মরহুম কবি বেলালের জন্য দোয়া মোনাজাতের
পরে সেন্ড মেরিন রেষ্টুরেন্টের সন্ধ্যায় ভোজের, চা- মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
এর উদ্দ্যোগে সন্ধ্যা ভোজের আয়োজন করা হয়।