শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ওবামা কেয়ার : মার্কিন সিনেটের নাটকীয় সিদ্ধান্ত

খবরিকা ডেক্সঃ ওবামা কেয়ার বাতিলের পক্ষে সিনেটের এই রায়ের কারণে এখন বিলটি বাতিল করতে সিনেটে বিতর্কের সুযোগ সৃষ্টি হলো। ওবামা কেয়ারের পক্ষে অবস্থান নেওয়া সিনেট কয়েক মুহূর্তের ব্যবধানে সিদ্ধান্ত বদল করে বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ‘সহসাই বাতিল হচ্ছে না ওবামা কেয়ার’ জাতীয় শিরোনামে প্রকাশিত খবর বদলে গেছে খুব অল্প সময়ের মধ্যে। নতুন খবরে জানানো হয়েছে, শেষ পর্যন্ত ওবামা কেয়ার বাতিলের পক্ষেই সিনেট রায় দিয়েছে। একে নাটকীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

১০০ জনের মার্কিন সিনেটে রিপাবলিকান সদস্যের সংখ্যা ৫২ জন। এতে ৪৬ জন ডেমাক্র্যাট রয়েছেন। সিনেটের অন্য দুই সদস্য স্বতন্ত্র সাংসদ। গত মঙ্গলবার এই নীতি পরিবর্তনের পক্ষে সায় দেন ৪৩ জন। আর বিরোধিতার করেন ৫৭ জন। প্রাথমিকভাবে সুসান কলিনস ও কেনটাকির র‌্যান্ড পলসহ নয়জন রিপাবলিকান এই ওবামা কেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন। তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওবামা কেয়ারের পক্ষে রায় আসার কথা জানানো হয়। হঠাৎই আবির্ভূত হন ৮০ বছর বয়সী সিনেটর জন ম্যাককেইন। বিভক্তির সমালোচনা করে রিপাবলিকানদের মাঝে বিশ্বাসের সেতু গড়ার তাগিদ দেন তিনি। ভোট দেন ওবামা কেয়ারের বিপক্ষে। এক পর্যায়ে ৫২ রিপাবলিকান-সমন্বিত সিনেটে ওবামা কেয়ারের পক্ষে অবস্থান নেওয়া রিপাবলিকানের সংখ্যা কমে দাঁড়ায় ২ জনে। বিল বাতিলের পক্ষে-বিপক্ষে ভোটের সংখ্যা সমান হয়ে ৫০-৫০ এ দাঁড়ায় দুই পক্ষের অবস্থান। এই অবস্থায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দেওয়া ট্রাইব্রেক ভোটে নির্ধারিত হয় ওবামা কেয়ারের ভাগ্য। বিলটি বাতিলে বিতর্ক শুরুর পক্ষে যায় সিনেটের চূড়ান্ত অবস্থান। নির্বাচনি প্রচারণার সময়ই ওবামা কেয়ার বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ওবামা প্রশাসনের স্বাস্থ্যসুরক্ষা বিলটি খুবই ব্যয়বহুল। ওবামাকেয়ার বলে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থনীতির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়ে ট্রাম্প এই স্বাস্থ্য বিল প্রস্তাব করেন। দুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র ৪ ভোটের ব্যবধানে পাস হয় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত স্বাস্থ্য বিল। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। প্রসঙ্গত, ওবামার স্বাস্থ্যনীতি অনুযায়ী, নিম্ন আয়ের মার্কিন জনগণ, কর্মজীবী ও বেকার উভয়েই ওই স্বাস্থ্যসেবার আওতাভুক্ত ছিলেন। ওবামা প্রশাসনের সময়কার স্বাস্থ্যবিলে অঙ্গরাজ্যগুলো কর্মজীবী ও কাজ খুঁজতে থাকা মার্কিন জনগণের জন্যই স্বাস্থ্যসেবার আবেদন করতে পারতো। তবে অঙ্গরাজ্যগুলো স্বাস্থ্যসেবা পেতে কাজের বাধ্যবাধকতা আরোপ করতে রাজি হয়নি। বেশ কয়েকজন রিপাবলিকান গভর্নর কর্মক্ষম জনগণ, যাদের শিশু সন্তান নেই, অথবা নিঃসন্তান, তাদের জন্য কাজ করার বাধ্যবাধকতা আরোপের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। ট্রাম্পের প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়। বিতর্ক শুরুর অনুমোদনের পর ট্রাম্পের স্বাস্থ্য বিল আইনে পরিণত করতে উচ্চ কক্ষ সিনেটেরও অনুমোদন নিতে হবে। তবে এটি অনুমোদন পেলে ঝুঁকিতে পড়বেন অনেক মার্কিনি। তাদের স্বাস্থ্যবীমা জটিল হয়ে পড়বে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবামাকেয়ার বাতিলে নিম্ন আয়ের মার্কিনিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।