শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইউটিউবে সিলভার প্লে-বাটন সম্মাননা পেলেন ‘আফ্রিদী’।

  1. খবরিকানিউজ ডেক্স : তিন লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করায় দেশে আরো একটি ইউটিউব চ্যানেল ‘সিলভার প্লে‘ বাটন সম্মাননা পেলেন। ইউটিউবে জনপ্রিয় বাংলাদেশি চ্যানেল ইউটিউবার তৌহিদ আফ্রিদী কে ইউটিউব কর্তৃপক্ষ ‘সিলভার প্লে বাটন‘ সম্মাননা প্রদান করেছে। ২৪ মে ‘তৌহিদ আফ্রিদী’ এই ট্রফি হাতে পেয়েছে।যদিও ইউটিউব কর্তৃপক্ষ ১ লাখ দের এ সিলভার প্লে বাটন প্রদান করে থাকে।

 

উল্লেখ্য যে,‘ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, শুনতে শুনতে হঠাৎ একদিন কানে এলো ভালো হচ্ছে, চালিয়ে যাও। এরপর কি আর থেমে থাকা যায়। সব হতাশা ঝেড়ে শুরু করলাম নতুন পথ চলা। নিজেকে বললাম, আমিও পারবো।’ কথাগুলো বলছিলেন জনপ্রিয় ইউটিউব তারকা তৌহিদ আফ্রিদী।

 

ইউটিউবে সফলতার বিষয়ে জানালেন, একজন ইউটিউবার হিসেবে সফলতা তখনই হবে যখন আপনাকে লাখ লাখ মানুষ চিনবে। লাখ লাখ মানুষের কাছে কাজের প্রশংসা পাওয়া যাবে। কাজ করলে ফল পাওয়া যায় তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইউটিউবে কাজ করে আয় করতে হলে টিম ওয়ার্ক করতে হয়।

 

নিজের শুরুর গল্পটাও জানালেন তৌহিদ- ২০১৫ সালের ২ ফেব্রুয়ারিতে ইউটিউবে ‘তৌহিদ আফ্রিদী‘ নামে একটি চ্যানেলের কার্যক্রম শুরু করি। মূলত ২০১৬ সালের শেষ দিকে নতুন উদ্যোগে শুরু করি। যখন চ্যানেল শুরু করি তখন একটি ভিডিও আপলোড দিই। অনেকেই ইউটিউবে ভিডিও আপ করছে তাই আমিও করি। তেমন খুব একটা ভিউ হয়নি। প্রথম ভিডিওতে আমার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার হয়। তখন অনেকে প্রেরণা দিত। ইউটিউবে কাজ করছি বলে অনেকে কথা বলত। বলতে পারেন এভাবেই আমার শুরু। তখনও আমি ইউটিউব নিয়ে সিরিয়াস ছিলাম না। সিরিয়াস হই ২০১৬ সালে যখন ওয়ার্ল্ড ট্যুরে যাই। তখন আমার ৫ হাজার সাবস্ক্রাইবার। দেশে ফেরার পর আমি ‘বাংলাদেশি ৪২০’ নামের একটি ভিডিও আপ করি। এরপরই আমার চ্যানেলে ১৪ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায়।

 

তিনি বলেন, ইউটিউবে সবার প্রথম আমি ও সালমান মুক্তাদির ভাই ননস্টপ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে কাজ শুরু করি। যখন কাজ শুরু করেছিলাম তখন দেশের অনেকে ননস্টপ প্র্যাঙ্ক বুঝতোই না। এখন দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে প্র্যাঙ্ক ভিডিও।

 

স্বপ্ন পূরণে বাবা-মা’র ভূমিকা নিয়েও কথা বললেন, বাবা চেয়েছিল পাইলট বা আর্মি’র কোনো বড় অফিসার হিসেবে আমি প্রতিষ্ঠিত হই। যখন তিনি দেখেছেন আমার এইসবে কোনো আগ্রহ নেই তখন তিনি আমাকে আমার মতো করে ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়েছেন। শুরু থেকেই আগ্রহ মিডিয়াতে আর সে কারণেই আমার নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ভর্তি হওয়া। আমি অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনোকিছুই আমাকে টানে না। নাটক, উপস্থাপনা করেছি কিন্তু আমি নিজের কাছে খুশি হতে পারি না।

 

পরিবারকে সময় দেওয়া হয় কি এমন প্রশ্নের জবাবে তরুণ ইউটিউবার জানালেন, বাবা সব সময় কাজে ব্যস্ত থাকেন। তার সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারি না। তিনি ব্যবসা ও টেলিভিশনের কাজে অনেক সময় দেশের বাইরে থাকেন। অন্যরা তাদের বাবা-মাকে নিয়ে ঘুরতে যেতে পারলেও আমি তেমনটা পারি না। তবে বাবার সঙ্গে দেখা হলে তিনি আমাকে উৎসাহ ও প্রেরণা দেন।

 

বাঙালিদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কতটা কাজ করছেন এ প্রশ্নর উত্তরে তৌহিদ বলেন, ইউটিউবের মাধ্যমে বাঙালিদের ইতিহাস, ঐতিহ্য ও পজেটিভ দিকগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। দেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে না ধরলে বিশ্ববাসী বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ চিন্তা করবে।

 

তৌহিদ মাহমুদ

মীরসরাই, চট্টগ্রাম