শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরব আমিরাতে আনন্দ উচ্ছাসে অনুষ্ঠিত হলো বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের বৈশাখী মিউজিক্যাল কনসার্ট

18492656_1808876416097532_529000723_n

মোহাম্মদ মনির উদ্দিন মান্না আরব আমিরাত প্রতিনিধি :- প্রবাসীদের সংগঠন বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের উদ্যোগের গত ১২মে রোজ- শুক্রবার, ইউ. এ. ই সময় রাত ৮.৩০মি, আরব আমিরাতের গ্রীণ সিটি খ্যাত আল আইন সিটির ডানাট আল আইন রিসোর্ট (ইন্টার কন্টিনেন্টাল হোটেল রিসোর্টে),বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের সভাপতি জসিমউদ্দিন লস্কর রুমি সভাপতিত্বে এবং বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ফারুকর সঞ্চালনায় এক আনন্দ উচ্ছাসে অনুষ্ঠিত হলো বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের বৈশাখী মিউজিক্যাল কনসার্ট অনুষ্টিত হয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আরব আমিরাতে আনন্দ উচ্ছাসে অনুষ্ঠিত হলো বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের বৈশাখী মিউজিক্যাল কনসার্টে প্রবাসী বাঙ্গালীদের মিলমেলায় পরিণত হয়।১৪২৪ নতুন বছরকে বরণ করতে ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা এ বৈশাখী মিউজিক্যাল কনসার্টে অংশগ্রহণ করে। শুধু প্রবাসীরাই নয়, এ বৈশাখী মিউজিক্যাল কনসার্টে স্থানীয় ও বিভিন্ন দেশের নাগরিকগণ স্বস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। আরব আমিরাতে আল আইন সিটির এ যেন এক চিলতে বাংলাদেশ। বৈশাখী মিউজিক্যাল কনসার্টে উপস্থিত ব্যাক্তিরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

18552880_1808876406097533_957275938_oবাংলাদেশে ১৪ এপ্রিল (১লা বৈশাখ) পালিত হলে ও দিনটি আরব আমিরাতে কর্মব্যস্ততা কারনে করা হয়নি তাই ১২মে, শুক্রবার আল আইন সিটিতে বৈশাখী মিউজিক্যাল কনসার্ট আয়োজন করা হয়। প্রবাসে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশের জাতীয় দিবসগুলো নানাভাবে পালন করে থাকে। এর মধ্যে বৈশাখী মিউজিক্যাল কনসার্টে ভিন্নতা রয়েছে। এ বৈশাখী মিউজিক্যাল কনসার্ট দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন । এতো সুন্দর একটি মাত্র আয়োজনেই সবাই একাকার হয়ে যায়। ভুলে যায় তাদের দলীয় মতামতের ভিন্নতা। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই আনন্দে মেতে ওঠে বৈশাখী মিউজিক্যাল কনসার্টে। কনসার্টে বাংলাদেশের দেশাত্মবোধক, ফোক এবং জনপ্রিয় আধুনিক গানের সঙ্গে পরিবেশিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিশেষ নৃত্য।বৈশাখী মিউজিক্যাল কনসার্টেবাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন ও তারকা কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী স্টেইজে এসেই বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান পরিবেশনের মাধ্যমে তাঁদের পরিবেশনা শুরু করেন। ফকির শাহাবুদ্দিনের একের পর এক জনপ্রিয় পরিবেশনায় দর্শকদের নাচিয়ে ও মাতিয়ে রাখার পর ডলি সায়ন্তনীর নানা পরিবেশনা উপস্হিত সকল প্রবাসী দর্শকদের কাঁপিয়ে তোলেন। ডলি সায়ন্তনী স্টেইজ থেকে নেমে মাইক নিয়ে কয়েকবার উল্লোসিত দর্শকদের মাঝে মাঠেই চলে আসেন। সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী ও ফকির শাহবুদ্দিন ।তাদের গান দারুনভাবে উপভোগ করে দর্শকরা। বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের সম্মানিত সভাপতি- জসিমউদ্দিন লস্কর রুমি বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার জন্য বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন টি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বাংলা ভাষা শিক্ষা, চর্চা ও বাঙালী সংস্কৃতি বিস্তারে অসামান্য অবদান রেখে চলেছে বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনটি। নিয়মিত বাংলার পাশাপাশি শেখানো হয় নাচ, গান, চিত্রাংকন সহ বাঙালী সংস্কৃতি।প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা দু’দেশের সংস্কৃতির মধ্যে বড় হচ্ছে। বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে হবে। বহুমাত্রিক বাঙালী সংস্কৃতির মাধ্যমে অন্য জাতির কাছে নিজের সংস্কৃতি তুলে ধরা সম্ভব।তিনি আরো বলেন আমার নেতৃত্বে একদল কর্মী বৈশাখী মাস ব্যস্ত হয়ে পড়ে বৈশাখী আয়োজনকে সুন্দর ও সার্থক করতে। বিভিন্ন সভা করে কমিটি, একাধিকবার আলোচনায় বসে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই বৃহৎবৈশাখী মিউজিক্যাল কনসার্ট কে সার্থক করে তোলে। অবশেষ বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের কার্যকারী পরিষদ ও সাধারণ সদস্য কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান আরো উপস্হিত ছিলেন , ফরিদ ভান্ডারী, বেলায়েত হোসেন, নিজাম ঢালী,আনিছ খান,আলমগীর হোসেন, শেখ রফিক, রহুল আমিন, প্রকৌশলী আনোয়ার,জাকির হোসেন, আলি হোসেন, আব্দুস সাত্তার,এটি এম জাহেদ, অাফতাব, ইউসুফ শরীফ টিপু, কবি মুহাম্মদ মুসা প্রমুখ বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, সংগঠক ও সাদামনের মানুষ কাজী ফারুক বলেন বাংলা সংস্কৃতিকে প্রবাসে আরো বেশি বেশি করে তুলে ধরার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।আর ভবিষ্যতে এ ধরনের আরও কনসার্ট করার ও আশ্বাস দেন।সবশেষে সমাপনী ঘোষণা দিয়ে শেষ হয় বৈশাখী মিউজিক্যাল কনসার্ট শেষ হয় ।