শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে টাইগাররা

bd1_23103

খবরিকা ডেস্ক :
শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশেষে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টাইগাররা। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ন এ ম্যাচ টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ।
বাংলাদেশের হয়ে আল আমিন হোসেন তিনটি ও আরাফাত সানি দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ শুরুতে তামিম ইকবালের (৭) উইকেট হারালেও সৌম্য সরকার ও সাব্বির রহমানের সতর্ক ব্যাটিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। দলীয় ৪৬ রানে শহিদ আফ্রিদির শিকারে পরিনত হয়ে ১৪ করে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। ৪৮ রানের চোখ জুড়ানো এক ইনিংস খেলে আউট হন সৌম্য সরকার। শেষদিকে অধিনায়ক মাশরাফি ও মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে জয়ের শিকড়ে নিয়ে যায় ৫ বল হাতে থাকতেই। মাহমুদুল্লাহ ১৫ বলে ২২, মাশরাফি ৭ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।