রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. চৌধুরী সারোয়ার জাহান জানান, দুপুর আড়াইটার দিকে শফিউল ইসলাম বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’তিনি আরো জানান, তার পিঠে কয়েকটি গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। এছাড়া ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।