নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ভাইয়ের সাথে অভিমান করে মো. রাকিব (২২) নামে কলেজ ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার (২৪ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন বিকালে মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রামের বন্দে আলী মেস্ত্রী বাড়ির আব্দুর রাজ্জাকের সাথে তাঁর ছোট ভাই ফেনী কলেজে স্নাতক পড়–য়া মো. রাকিবের সাথে ডিস এন্টেনা সংযোগ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটভাই বড় ভাইকে থাপ্পড় দেয়। এ ঘটনায় তাঁদের পিতা ডা. মনির আহম্মদ ছোট ছেলে রাকিবকে ভৎর্সনা করে। রাকিব তা সহ্য না করতে পেরে অভিমানে ঐদিন রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। এরপর রাত ১০ টা অবধি সে খাবার খেতে না আসলে পরিবারের সদস্যরা অনেক ডেকেও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।