Monday, February 10Welcome khabarica24 Online

img_20161010_113758

ফেনী প্রতিনিধি: গতকাল (১০ আক্টোবর) সোমবার সকাল ১০টা ফেনী সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন অভিযান-১৬ র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। উক্ত আলোচনা সভায় ফেনী কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মো: শহিদুল হক সভাপতিত্বে ফেনী কৃষি সম্প্রসারণ অফিসার রাফিউল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রসাশক আমিন উল আহসান, স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদরের ইউএও আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম,ফেনী ডিএলও আবু আল মনসুর,বিএডিসি ডিডি রহুল আমিন, ফেনী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, ফেনী সদর ফেনী কৃষি সম্প্রসারণ অফিসার আজিজুল হক,বালাই নাশক কোম্পানীর পক্ষে ম্যাপ এগ্রো অফিসার আকুয়াত হোসেন ইমন,জেনেটিকা অফিসার মির্জা মোহাম্মদ তাজুল ইসলাম,ডিএম ক্রপ পক্ষে আনোয়ারুল হক সহ প্রমুখ।

চর হুজুরী আইপিএম কৃষক সমিতি ফেনী সদর সহ অংশগ্রহন কারী প্রতিষ্ঠান ম্যাপ এগ্রো,ম্যাকডোনল্প লি, ডি এম ক্রপ কেয়ার , হেকেন বাংলাদেশ,আটো ক্রপ কেয়ার, হাজী আব্দুল হাকিম,সেতু করপেরশন,ড্রিমল্যান্ড এগ্রো,সিনজেনটা,বিসমিল্লাহ,সিলিং এগ্রো, করবেল ইন্টান্যাশনাল সহ বিভিন্ন বালাই নাশক কোম্পানি সমুহ।