সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

paris-02-1421414806_205655
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে একটি শহরে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারী আত্মসমর্পন করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছেন। তবে ওই অস্ত্রধারীর নাম-পরিচয় জানা যায়নি।এর আগে শুক্রবার প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের এই শহরের একটি পোস্ট অফিসে জিম্মিকারী অবস্থান নেয়। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন অনলাইন।পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, প্যারিসের উত্তর-পশ্চিমের শহর কলম্বেসের একটি ডাকঘরে দুজনকে জিম্মি করে ওই বন্দুকধারী। আটকা পড়া লোকদের উদ্ধার করতে মুহূর্তের মধ্যে ওই পোস্ট অফিস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ভবনটির ওপর হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।ভবন থেকে বেরিয়ে আসা কয়েক ব্যক্তি বলেছেন, গ্রেনেড ও কালাশনিকোভ রাইফেলের মতো ভারী অস্ত্র নিয়ে এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েন।