শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে দ্বিতীয় দিনেও প্রতিবাদের ঝড়

12963845_594839094002492_6666529142420705582_n 12993592_594839164002485_5828689367465452696_n

পথিক আনোয়ার-মীরসরাইয়ে সোমবার সকালে বড়তাকিয়া বাজারের প্রায় ৫ শতাধিক দোকান ১ঘন্টা বন্ধ রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদ এবং খৈইয়াড়া ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের প্রতিবাদী জনতা মানববন্ধন, মহাসড়কে ব্যারিকেড,ডা: আফছারুল আমীনের কুশপুত্তিলিকা আবারত্ত দাহ করা হয়।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বড়তাকিয়া বাজার থেকে মিছিল নিয়ে মীরসরাই পৌর সদরে এসে প্রধানমন্ত্রী, স্পিকার বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের নিকট এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনা বরাবরে স্মরকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ডাঃ আফসারুল আমীনকে জাতীয় সংসদ এবং আ’লীগের সকল পদ থেকে বহিষ্কার করার দাবী জানানো হয়। অনতিবিলম্বে আফসারুল আমিনকে গনপূর্তমন্ত্রীর নিকট ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় যেকোন আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পূনৱ ব্যক্ত করেন।
এই সব কর্মসুচিতে ছিলেন ১২নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী,অধ্যাপক নাছির উদ্দিন,শাহ আলম,জুনু মেম্বার,খুরশিদ আলম আজাদ সহ শত শত নেতা কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবার বলেন,৬বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক হুইপ,দুবারের মন্ত্রী মীরসরাই তথা বৃহত্তর চট্রগ্রামের গৌরব ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের অনভ্রিপেত অসদাচরণ মীরসরাই বাসী কখনো মেনে নিবে না ।