বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এত চিন্তা করো না আগাইতে থাকো

24818_f1

২৯শে এপ্রিল রাত সাড়ে নয়টা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের মোবাইলে এলো একটি ফোন। ফোনটি করেছিলেন নূর হোসেন। নারায়ণগঞ্জ সেভেন মার্ডার মামলার প্রধান আসামি। ওই সময় ধানমন্ডি ৪ নম্বর সড়কের আশপাশে ছিল তার অবস্থান। এক মিনিট ৪৩ সেকেন্ডের কথোপকথনে বারবারই শামীম ওসমানের সহযোগিতা চান নূর হোসেন। তাকে অভয় আর সহযোগিতার কথা বলেন শামীম ওসমান। অডিও রেকর্ড থেকে লেখা সেই কথোপকথন-
শামীম ওসমান: হ্যালো।
নূর হোসেন: ভাই, সালামু আলাইকুম ভাই।
শামীম ওসমান: কে?
নূর হোসেন: ভাই, ভাই, আমার কোন পথ নাই। আমি লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে ভাই। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালবাসি, ভাই।
শামীম ওসমান: খবরটা পৌঁছে ছিলাম, পাইছিলা?
নূর হোসেন: পাইছি ভাই, আপনারে ভাই আমি অনেক ভালবাসি ভাই। আমার পোলাডা মইরা যাইবো ভাই। কান্দে আমারে ফোন কইরা ভাই।
শামীম ওসমান: সময় দাও একটু।
নূর হোসেন: আপনে আমার বাপ লাগেন। জীবন আপনারে দিয়া দিমু। ভাই আমি লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে। আমারে মাফ করেন ভাই।
শামীম ওসমান: তুমি এত চিন্তা করো না। তুমি পারলে একটু গৌরদার লগে দেখা করে আসো।
নূর হোসেন: ভাই আপনে আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দেন।
শামীম ওসমান: এখন আর কোন সমস্যা হবে না।
নূর হোসেনের কাছে ভিসা আছে কিনা তা জানতে চান শামীম ওসমান।
শামীম ওসমান: কোন জায়গায় সিল নাই।
নূর হোসেন: না না আছে, ইয়া আছে, সিল আছে। কিন্তু যামু ক্যামনে সব জায়গায় বলে অ্যালার্ট।
শামীম ওসমান: না কিচ্ছু নাই।
নূর হোসেন: হ্যাঁ।
শামীম ওসমান: মনে হয় না।
নূর হোসেন: ভাই, তাহলে একটু খবর নেন না। আমি কালকে ফোন দিই।
শামীম ওসমান: তুমি আগাইতে থাকো।
নূর হোসেন: ভাই আমি লেখাপড়া করি নাই ভাই। আমার অনেক ভুল আছে।
শামীম ওসমান: তুমি শুধু ওই জায়াগাতে যাও। কিচ্ছু হবে না। চিন্তা করো না, তুমি অপরাধ করো নাই।
নূর হোসেন: ভাই আমার জীবনে ক্ষতি করি নাই, কারও ভাই। আমার মনের অনেক বড় জোর ভাই।
শামীম ওসমান: আমি জানি, ঘটনা অন্যে ঘটাইয়া আমাদের একঢিলে দুই পাখি মারতে চাচ্ছে।
নূর হোসেন: ভাই আমার অনেক ভুল আছে। আপনি আমারে মাফ করেন।
এ সময় শামীম ওসমান নূর হোসেনের কাছে জানতে চান, এ নম্বরটি নতুন কি না? নূর হোসেন ‘হ্যাঁ সূচক’ জবাব দেন। শামীম ওসমান বলেন, তিনি নূর হোসেনকে তার আরেকটি নম্বর পাঠাবেন যোগাযোগের জন্য।
শামীম ওসমান: ঠিক আছে তুমি ই ই করো। আমি আমার একটা ফোন নম্বর দিমু। তুমি যোগাযোগ করু। এই নম্বর কি নতুন?
শামীম ওসমান: আচ্ছা রাখো রাখো।
নূর হোসেন: সালামু আলাইকুম ভাই।