রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৯০ বল হাতে রেখে জিতে গেল শ্রীলঙ্কা

16361_nd

মাত্র ৩০ বলেই জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। নেদারল্যান্ডসের ৬৩ বলে করা ৩৯ রান তারা টপকায় ৯০ বল আর ৯ উইকেট হাতে রেখে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাড়া জাগিয়ে সুপার টেনে ওঠা নেদারল্যান্ডস সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে। সোমবার সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে তারা মাত্র ৩৯ রানে সবকটি উইকেট হারায়। মাত্র ১০.৩ ওভার খেলতে সক্ষম হয় তারা। আন্তর্জাতিক টি-২০তে সবচেে কম রানে আউট হওয়ার রেকর্ড ছিল ৫৭। মাস ছয়েক আগে আফগানিস্তানের বিরুদ্ধে কেনিয়া শারজায় এ রান করেছিল।  ব্যাটিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কার বোলিং তোপে নেদারল্যান্ডস। ১ রানেই পড়ে তিন উইকেট। ৭ ওভারে ডাচদের সংগ্রহ ৫ উইকেটে ২৫ রান। এর মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস নেন ১৬ রানে ৩ উইকেট। এ ছাড়া ১২ রানে ৩ উইকেট নেন অজান্থা মেন্ডিস। ৫ রানে ২ উইকেট নেন মালিঙ্গা। ডাচদের মধ্যে একমাত্র দুই অঙ্কের রান করেন টম কুপার। তিনি ১৮ বলে করেন ১৬ রান। ৫ জন আউট হন শুন্য রানে। চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নেয় লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল।