শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৮ হাজার রানের ক্লাবে আফ্রিদি

image_194838.218206-shahid-afridi
ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান ক্লাবের সদস্য হলেন পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি। চলমান বিশ্বকাপে বুধবার নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ২১ রানে অপরাজিত থাকা আফ্রিদি এ এলিট ক্লাবের নতুন সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
পাকিস্তানী খেলোয়াড় হিসেবে ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ এবং সাঈদ আনোয়ারের পর চতুর্থ এবং সর্বকালের ২৭তম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রান ক্লাবের সদস্য হলেন ৩৫ বছর বয়সী আফ্রিদি।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ১২৯ রানে জয় পাওয়া ম্যাচে ৩৫ রানে ২ উইকেট শিকার করেন আফ্রিদি। আর ৫ উইকেট পেলেই ওয়ানডে ক্রিকেটে ৪ শত উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন তিনি।
এই ৫ টি উইকেট শিকার করতে পারলেই তিনি হবেন ৮ হাজার রান এবং ৪ শত উইকেট শিকার করা একমাত্র অলরাউন্ডার।
ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারের বেশি রান করা খেলোয়াড়দের তালিকা:
খেলোয়াড় দেশ রান
শচিন টেন্ডুলকার ভারত ১৮,৪২৬
কুমার সাঙ্গাকারা শ্রীলংকা ১৩,৯৬১
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ১৩,৭০৪
সনত জয়সুরিয়া শ্রীলংকা ১৩,৪৩০
মাহেলা জয়াবর্ধনে শ্রীলংকা ১২,৬২৫
ইনজামাম উল হক পাকিস্তান ১১,৭৩৯
জক ক্যালিস দক্ষিণ আফ্রিকা ১১,৫৭৯
সৌরভ গাঙ্গুলি ভারত ১১,৩৬৩
রাহুল দ্রাবিড় ভারত ১০,৮৮৯
ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ১০,৪০৫
মোহাম্মদ ইউসুফ পাকিস্তান ৯,৭২০
তিলকারতেœ দিলশান শ্রীলংকা ৯,৬২৯
এডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ৯,৬১৯
মোহাম্মদ আজহারউদ্দিন ভারত ৯,৩৭৮
অরবিন্দ ডি সিলভা শ্রীলংকা ৯,২৮৪
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ৯,১৩৯
সাঈদ আনোয়ার পাকিস্তান ৮,৮২৪
শিবনারায়ন চন্দরপল ওয়েস্ট ইন্ডিজ ৮,৭৭৮
ডেসমন্ড হেইন্স ওয়েস্ট ইন্ডিজ ৮,৬৪৮
মারভান আতাপাত্তু শ্রীলংকা ৮,৫২৯
মার্ক ওয়াহ অস্ট্রেলিয়া ৮,৫০০
যুবরাজ সিং ভারত ৮,৩২৯
মহেন্দ্র সিং ধোনি ভারত ৮.২৯৮
বিরেন্দার শেবাগ ভারত ৮,২৭৩
হার্শেল গিবস দক্ষিণ আফ্রিকা ৮,০৯৪
স্টিভেন ফ্লেমিং নিউজিল্যান্ড ৮,০৩৭
শহিদ আফ্রিদি পাকিস্তান ৮,০১৯