রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৮ জেলা জজ বদলি

image_23358.govt._24889

জেলা জজ ও সমপর্যায়ের ৮ কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নুরুল ইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত, ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রামের জেলা জজ, সাতক্ষীরার জেলা জজ মো. ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, নাটোরের জেলা জজ মো. জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা জজ, বাগেরহাটের জেলা জজ এস এম সোলায়মানকে ঝালকাঠির জেলা জজ, রংপুরের বিশেষ জজ মো. রবিউল হাসানকে মেহেরপুরের জেলা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।