আগামী ৮ এপ্রিল থেকে সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে কমিশন সচিব সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগাম সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ১৮ মার্চ তফশিল ঘোষণা করে। ইসি ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৯ মার্চ। ১ থেকে ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।