Friday, December 13Welcome khabarica24 Online

৭ দফা দাবি আদায়ে বেসরকারী শিক্ষকদের স্মারকলিপি প্রদান

Sharoklipi Photo Mirsa

নিজস্ব প্রতিনিধি : বেসরকারী শিক্ষকদের বেতনÑভাতা বৃদ্ধি, শিক্ষানীতি বাস্তবায়ন, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণসহ জরুরী ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মীরসরাই শাখার শিক্ষকরা।

বুধবার (৫ মার্চ) মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ভূমি কমিশনার ফজলে এলাহী অলিকে এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষক নেতৃবৃন্দ।
দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন, সরকারী শিক্ষক-কর্মচারীদের মতোই চাকুরীর বয়স ও বেতনস্কেল বৃদ্ধি, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণ ইত্যাদি।
এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই শাখার সভাপতি জাফর সাদেক, সহ-সভাপতি নূর ছাপা, গিয়াস উদ্দিন, মো. হোসেন, জাহাঙ্গীর কবির, সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক সুভাষ সরকার, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ইমাম হোসেন, মোশাররফ হোসেন, এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।