রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

padmabridge1_70407
আগামী ৭ এপ্রিল কানাডার আদালতে পদ্মা সেতুর দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হচ্ছে। মামলার সাক্ষী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মোস্তফা ইতোমধ্যে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে দুবার কানাডা সফর করেছি। তখন আমি আদালতের কাছে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিলাম। কিন্তু সে সব দেয়া হয়নি। পরবর্তীতে আমাদের কাছে মামলার সার্টিফাইড কপি পাঠানো হয়েছে। সেগুলো দুদকে সংরক্ষিত আছে।এর আগে পদ্মা সেতুর ঠিকাদারি কাজ পাইয়ে দিতে ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর আরসিএমপি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক কর্মকর্তা কেভিন ওয়ালস (৪৬), রমেশ শাহ (৬২), মোহাম্মদ ইসমাইল (৫০) ও কানাডীয় নাগরিক জুলফিকার আলী ভূঁইয়াকে অভিযুক্ত করে।
পরামর্শক নিয়োগে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার অর্থায়ন বাতিল করেছে বিশ্বব্যাংক। এরপর পদ্মা সেতু প্রকল্পে এডিবি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক (আইডিবি) অর্থায়ন বাতিল ঘোষণা করে। বর্তমান সরকার নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে।
উৎস-যুগান্তর