Sunday, January 19Welcome khabarica24 Online

৭ উইকেটে হারলো বাংলাদেশ

sakib-ind-1st match_111502

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে হারলো বাংলাদেশ। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ বল বাকি থাকতেই জয় পায় ভারত। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ডাকওয়ার্থ পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৫০ রান। কিন্তু বৃষ্টির আগেই ভারত ১৬.৪ ওভারে ১০০ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য বাকি ৯.২ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫০ রান। বৃষ্টির পর সহজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাকিবের বলে এলবির ফাঁদে পড়ে চেতেশ্বর পুজারা ৪ রানে সাজঘরে ফেরেন।ওপেনার আজিংকা রাহানে ৬৪ রান করে মাশরাফির বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দেন। কিন্তু অধিনায়ক সুরেশ রায়না (১৫) ও আম্বাতি রায়ডু ১৬ রানে অপরাজিত থেকে সাত বল হাতে রেখেই ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নেন।বাংলাদেশের পক্ষে সাকিব দুটি ও মাশরাফি একটি উইকেট নেন।এর আগে স্বাগতিক বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে ওপেনার আনামুল হক বিজয় ৪৪, অধিনায়ক মুশফিকুর রহিম ৫৯, সাকিব আল হাসান ৫২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ রান করেন।