আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান।এতে সকলের পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে সাবধানে কথা বলার পরামর্শ দিয়ে বলেন, পিএসসি নিয়ে কথা বলতে একটু সতর্ক হতে হবে। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বিজয় কোনো বাহিনীর ক্রেডিট নয়।এটা মানুষের ক্রেডিট।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিস্টিটিউট মিলনায়তনে শুক্রবার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনৈতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।উল্লেখ্য গত বুধবার ঢা’বির ছাত্র-শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম বলেন, ‘লিখিত পরীক্ষা ভালো কর, এরপর ভাইভাতে আমরা দেখব।ছাত্রলীগের পাসের দায়িত্ব সরকারের। এ সময় ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া কর্মকর্তারা ৫ জানুয়ারির নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।
সুরঞ্জিত বলেন, জনসমর্থনের উপর ভিত্তি করে সরকার ক্ষমতায় এসেছে। পুলিশ বাহিনীকে বিভাজন করা যাবে না। পুলিশ রাষ্ট্রের না, সকলের। এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাল-তলোয়ার নিয়ে আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, তীর-ধনুক নিয়েও নামেন।আপনাকে কেউ বাধা দিচ্ছে না।যতই দিন যাচ্ছে বিএনপি জনসমর্থন হারাচ্ছে।অন্যদিকে সরকারের সমর্থন বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, জনসমর্থনের উপর ভিত্তি করে সরকার ক্ষমতায় এসেছে। পুলিশ বাহিনীকে বিভাজন করা যাবে না। পুলিশ রাষ্ট্রের না, সকলের। এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাল-তলোয়ার নিয়ে আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, তীর-ধনুক নিয়েও নামেন।আপনাকে কেউ বাধা দিচ্ছে না।যতই দিন যাচ্ছে বিএনপি জনসমর্থন হারাচ্ছে।অন্যদিকে সরকারের সমর্থন বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।