ব্যবসা সফল ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ৫৫ নম্বর ছবি ‘আগে যদি জানতাম তুই হবি পর’ এখন মুক্তির মিছিলে। ২৯শে আগস্ট শুক্রবার ছবিটি মুক্তি পাবে। প্রযোজনা সংস্থা স্টারপ্লাসের ব্যানারে প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রযোজক-পরিবেশক। ডিজিটাল ফরমেটে রোমান্টিক অ্যাকশন ছবি ‘আগেযদি জানতাম তুই হবি পর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভি, আরিয়ান শাহ, নবাগতা পুষ্পিতা, কথা, বড় দা মিঠু, অনু পান্ডে, রেহানা জলি, আঞ্জুমান আরা বকুল, বাদল, কিরণপুরী, রিপন ও মিজু আহমেদ। ‘আগে যদি জানতাম তুই হবি পর’ প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, গ্রামীণ পটভূমিকায় ত্রিভুজ প্রেমের এ ছবিটি মিষ্টি মধুর গান ও শৈল্পিক অ্যাকশন নিয়ে দর্শকদের সামনে আসছে। আমার ছবির নতুন নায়ক-নায়িকারাও বেশ সম্ভাবনাময়। দর্শকরা তাদেরকে পছন্দ করবেন। আমার বিশ্বাস ছবিটি সবারই ভাল লাগবে।পরিচালক মনতাজুর রহমান আকবর আশির দশকের শেষের দিকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। তবে প্রথম মুক্তি পায় ‘ন্যায়যুদ্ধ’। ৯০ দশকের শুরুতে চম্পা-মান্নাকে নিয়ে ‘প্রেম দিওয়ানা’ বানিয়ে পরিচালক হিসেবে রীতিমতো হইচই ফেলে দেন তিনি।এরপর হয়ে ওঠেন ব্যস্ত। নির্মাণ করেন একের পর এক ব্যবসা সফল ছবি। অল্প সময়ে ৫০ ছবির পরিচালক হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তার পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ডিসকো ড্যান্সার, বাবার আদেশ, শান্ত কেন মাস্তান, কুখ্যাত খুনি, কে আমার বাবা, কঠিন বাস্তব, বউয়ের সম্মান, আমার মা, রিকশাওয়ালার ছেলে, বস্তির রানী সুরিয়া, কাজের মানুষ, মায়ের চোখ, ছোট্ট সংসার, তবুও ভালবাসি, টপ হিরো ইত্যাদি। বর্তমানে মনতাজুর রহমান আকবর নির্মাণ করছেন ‘বোঝে না সে বোঝে না’, ‘ভালবাসা এমনই’ এবং ‘তোমাকে ভালবেসে আমি দিওয়ানা’।