বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৩ দিনের রিমান্ডে যুবদল সভাপতি আলাল

alal_52735

 

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ রবিবার এই রিমান্ড মঞ্জুর করেন।বকশীবাজারে সংঘর্ষের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস আজ আলালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। অন্যদিকে আলালের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে সুস্থতা সাপেক্ষে আলালকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার ও আশেপাশের এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকা মেডিকেলের সামনে সাংসদ ছবি বিশ্বাবেসর ওপর হামলা চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে চকবাজার থানায় এবং সাংসদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা হয়। ৯৭ জনের নাম উল্লেখ করে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে এতে আসামি করা হয়। নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন অভিযোগে শনিবার রাতে লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেফতার করা হয়।