শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৩৬ আদিবাসীর শিরচ্ছেদ করেছে আইএস

is_41489

ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা ইরাকের অন্তত ৩৬ জন আদিবাসীর শিরচ্ছেদ করেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হীট শহরে সোমবার এ ঘটনা ঘটে।

ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের রামাদি শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমের হীট শহর থেকে এ সব লাশ উদ্ধার করা হয়।

লাশগুলোর মধ্যে ৩০ পুরুষ, চারজন নারী ও দুটি শিশু রয়েছে। গত কয়েক সপ্তাহে নাইমার এলাকায় চার শতাধিক লোককে শিরচ্ছেদ করেছে আইএস। দুই সপ্তাহ আগে হীট শহরটির দখল নেয় ইসলামিক স্টেট। সূত্র: সিনহুয়া।